শোভাযাত্রায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের হাজারো ভক্ত, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। রঙিন পোশাক, ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র আর নানা ব্যানার-ফেস্টুনে উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু। তিনি বক্তব্যে বলেন,
"শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমাদের জন্য ন্যায়, সত্য, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা বহন করে। ধর্মীয় চেতনা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। বোয়ালমারীসহ সারা বাংলাদেশে হিন্দু-মুসলিম, সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই ঐতিহ্য ধরে রেখেছে, ভবিষ্যতেও রাখবে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি ন্যায়, শান্তি ও সত্য প্রতিষ্ঠার অঙ্গীকারের দিন। তাই সমাজ থেকে অন্যায়, অবিচার ও হিংসা-বিদ্বেষ দূর করতে সবার ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভা শেষে জন্মাষ্টমীর শান্তিপূর্ণ সমাপ্তি ও দেশের কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ।