বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল কে ৪-১ গোলে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো আর্জেন্টিনা

বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল কে ৪-১ গোলে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় সকাল ৬ টায় অনুষ্ঠিত ম্যাচে একক আধিপত্য বিস্তার করে ব্রাজিল কে উড়িয়ে দেয়া আর্জেন্টিনা। ম্যাচের ৪ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ এর গোলে শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১২ মিনিটে ব্যবধান বাড়ান এনজো ফার্নান্দেজ। ২৬ মিনিটে কুনহার গোলে ব্রাজিল ম্যাচে ফেরার চেষ্টা করলেও ৩৭ মিনিটে লিভারপুলের মিডফিল্ডার ম্যাক আলিস্টারের গোলে ৩-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটে জি. সিমিওনের গোলে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে চার ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ নিশ্চিত করলো আর্জেন্টিনা। সমান সংখ্যক ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে ব্রাজিল। উল্লেখ্য ল্যাটিন আমেরিকা থেকে ২০২৬ বিশ্বকাপে ছয়টি দল সরাসরি খেলার সুযোগ পাবে।