ঘটনাটি ঘটে কিনটোর অ্যাভিনিউ-এর কাছে। শনিবার রাত ৯টা ২২ মিনিটের দিকে, যখন চারনপ্রীত সিংহ নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে গাড়িতে করে শহরের আলোকসজ্জা দেখতে বেরিয়েছিলেন।
দি অস্ট্রেলিয়া টুডে'র প্রতিবেদন অনুযায়ী, চারনপ্রীত সিংহ নামের এক ব্যক্তি ও তাঁর স্ত্রী গাড়িতে করে শহরের আলোকসজ্জা দেখতে বের হওয়ার সময় ঐ ঘটনাটি ঘটে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভুক্তভোগী ব্যক্তি একজন ছাত্র।
মি. সিংহ জানান, কিছু লোক হঠাৎ তাঁর কাছে এসে বর্ণবাদী কথাবার্তা বলতে শুরু করে এবং বিনা উসকানিতে তাঁর উপর শারীরিক নির্যাতন চালায়।
নাইন নিউজকে-কে তিনি বলেন, “ওরা ফা*ক অফ ইন্ডিয়ান, বলেই তাঁকে মারতে আরম্ভ করে। তিনি বাধা দেয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ওরা মারতে মারতে তাঁকে অজ্ঞান করে দেয়।”
তিনি আরও বলেন, “এমন ঘটনা ঘটার পর মন চায় সব কিছু ফেলে দেশে ফিরে যাই। একজন চাইলে শরীরের অনেক কিছু পাল্টাতে পারে, কিন্তু গায়ের রঙ পাল্টাতে পারে না।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২০ বছর বয়সী এক যুবককে এনফিল্ড এলাকা থেকে গ্রেপ্তার করে ‘ক্ষতির উদ্দেশ্যে আঘাত’ এর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বাকি অভিযুক্তদের শনাক্ত করতে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে তারা।
পুলিশের এক মুখপাত্র দি ইন্ডিয়ান সান-কে জানিয়েছেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে মুখে আঘাতপ্রাপ্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত।”
এই হামলার ঘটনায় অ্যাডিলেডে বসবাসরত ভারতীয় জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রশ্ন উঠেছে অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত ছাত্র ও অভিবাসীদের নিরাপত্তা নিয়ে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলছেন।