ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে কুড়িগ্রামের রাজারহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল এগারোটায় সোনালী ব্যাংক চত্বরে একেএম মোস্তফা জামান লেলিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজারহাটের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেয় বিভিন্ন স্তরের নারী পুরুষ। গত সোমাবার ত্রিপুরার আগরতলায় হিন্দু সংঘ সমিতি নামক একটি সংগঠন কর্তৃক বাংলাদেশী উপ হাইকমিশনে হামলার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। এরই ধারাবাহিকতায় রাজারহাটেও এ কর্মসূচির ডাক দেওয়া হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন খন্দকার আরিফ, একেএম মোস্তফা জামান লেলিন, জিয়াউল হক, আব্দুল্লাহ আল মামুন, পরেশচন্দ্র রায় প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন চলমান পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। যারা এই উপমহাদেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করার ঘোষনাও দেওয়া হয় সমাবেশে।