টাঙ্গাইলের ভূঞাপুরে যৌথ বাহিনীর একটি অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি এক স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় নগদ এক লাখ ২৬ হাজার টাকা ও গাঁজা মাপার যন্ত্র। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৌর এলাকায় অবস্থিত লোকমান ফকির মহিলা কলেজের সামনের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। আটকের পর শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন জেলার গোপালপুর উপজেলার নারুচী গ্রামের খন্দকার ছাত্তারের পুত্র খন্দকার সুরুজ (৩২) এবং তার স্ত্রী তানিয়া (৩০)। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে খন্দকার সুরুজ ও তার স্ত্রী তানিয়া ভূঞাপুর পৌর এলাকায় লোকমান ফকির মহিলা কলেজের সামনে নাজমুল হকের বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। শুক্রবার রাতে গোপন একটি সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, "দীর্ঘদিন যাবৎ তারা উপজেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে নিয়মিতভাবে মামলা দায়ের করা হয়েছে।" আটকের পর শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে উপস্থাপন করা হয় এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।