কিশোরগঞ্জের ভৈরবে গরু চুরির অভিযোগে এলাকাবাসী ৩ কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ মঙ্গলবার (২৭ মার্চ) রাতে পৌর শহরের চণ্ডিবের এলাকায় এ ঘটনা ঘটে। এসময় একটি ষাড় বাছুর উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জের ভৈরবে গরু চুরির অভিযোগে এলাকাবাসী ৩ কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ মঙ্গলবার (২৭ মার্চ) রাতে পৌর শহরের চণ্ডিবের এলাকায় এ ঘটনা ঘটে। এসময় একটি ষাড় বাছুর উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুবপুর দায় বাড়ির তাজুল ইসলামের ছেলে শরীফ মিয়া (১৬), একই এলাকার শাহাজাহান মিয়ার ছেলে মো. আকাশ মিয়া (১৭) ও মৃত জাহের মিয়ার ছেলে মো. চাঁন মিয়া (১৮)।

এ ঘটনায় আটক তিনজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন গরুর মালিক আসাদ মিয়া। তিনি একই উপজেলার পানাউল্লাহরচরের বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, ২৬ মার্চ মঙ্গলবার রাতে তিন যুবক শহরের চণ্ডিবের আইভি রহমান চত্ত্বরের সামনে দিয়ে একটি ষাড় বাছুর নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা তাদের আটক করে। তাদের সন্ধ্যেহ হলে বাছুরটির কথা জিজ্ঞাসাবাদ করা হলে তিনজনই কোন সদুত্তর দিতে পারেনি। পরে তাদের আটক করে থানা পুলিশকে খবর দিলে তারা গিয়ে ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে ও বাছুরটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে থানায় এসে বাছুরটির মালিক একটি অভিযোগ দেন। প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে বাছুরটির মালিক আসাদ মিয়া বলেন,  ২৬ মার্চ  সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় আমার বিদেশী জাতের ষাড় বাছুরটি বাড়ীর উঠানে বাঁধা অবস্থায় রাখি। পরে রাত সাড়ে ১০টায় বাছুরটিকে গোয়াল ঘরে রাখার জন্য উঠানে গিয়ে দেখিতে বাছুরটি নাই। পরবর্তীতে থানা পুলিশের সহায়তায় রাত সাড়ে ১১ টায় চন্ডিবের আইভি চত্ত্বর থেকে বাছুরটি উদ্ধার হয়। এসময় আসামীদেরকে আটক করে থানা আনা হয়। আমি তাদের বিচার চাই।