গতকাল ১৪ জুলাই সোমবার দুপুরে শহরের দুর্জয় মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব শাখার পরিদর্শক মাসুদুর রহমান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর দুইটার সময় দুর্জয় মোড় বাসস্ট্যান্ড থেকে পঞ্চবটী বউবাজার এলাকার মিলন মিয়ার স্ত্রী রেখা ও জগন্নাথপুর রেল গেইট এলাকার সিরাজ মিয়ার স্ত্রী মীনারা বেগম নামে দুই মাদক কারবারীকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে প্রত্যাকের হেফাজতে রাখা দুই হাজার করে মোট চার হাজার পিস ইয়াবা উদ্ধার সহ উল্লেখিত দুই নারীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে নিয়ে আসি। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা স্বীকার করেছে তারা টাকার বিনিময়ে দীর্ঘদিন যাবত মাদককারবারীদের জন্য সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে পৌছে দিত।
গতকালও ব্রাহ্মণবাড়িয়া থেকে পঞ্চবটী বউবাজার এলাকায় জনৈক মাদককারবারীর কাছে চার হাজার পিস ইয়াবা পৌছে দেওয়ার নিয়ে আসছিল। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মুল্য আনুমানিক বার হাজার টাকা হতে পারে।