ভোলা দৌলতখান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার হলরুমে মিলনায়তনে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আনিসুর রহমান


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি জিল্লুর রহমান,প্রেস ক্লাব সভাপতি জাকির আলম সাধারণ সম্পাদক মিজান ওসিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের দৌলতখান রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ খান যুগ্ম সাধারণ সম্পাদক আবির হোসেন।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ধারাবাহিকভাবে পৃথক পৃথক অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা করে আসছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আনিসুর রহমান। 
বলেন, ‘টাইফয়েড টিকা গ্রহণকারীদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে ওয়েবসাইটে নিবন্ধন (www.vaxepi.gov.bd) করতে হবে। এতে প্রয়োজন হবে শুধু জন্ম নিবন্ধন সনদ।’

তিনি আরো বলেন,আমাদের লক্ষমাএা ৯মাস থেকে ১৫ বছর কম বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা দৌলতখান উপজেলা টার্গেট প্রতিষ্ঠানের সংখ্যা সকল শিক্ষা প্রতিষ্ঠান ২৪৮টি,সাব ব্লক ২১৬টি,স্থায়ীকেন্তু০১শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ছাত্র ২০.৪৪৮ জন ছাত্রী ২০.৮২৮জন
কমিউনিটি ছাত্র ১১.৫৩৫জন
ছাত্রী-১১.৩০৩জন ‘দৌলতখান  উপজেলার  লক্ষ্য মাত্রা ৬৫.১১৪জন,টিকাদান কর্মীর সংখ্যা ৮১ জন, প্রথম শারির তদারককারী ২৭জন,স্বেচ্ছাসেবী সংখ্যা ১০ জন।
টি কেন্দ্রের মাধ্যমে মোট ৬৫.১১৪ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এ টিকা প্রদান কার্যক্রম চলবে ১২/১০/২০২৫ টিকা চলবে ১৮ কর্ম দিবস পর্যন্ত 
প্রথম ১০কর্ম দিবস শিক্ষা প্রতিষ্ঠান,পরবর্তী ০৮ কর্মদিবস দিবস কমিউনিট আলবে।