এই ছিনতাই কারীর নাম ফয়সাল আজ সকাল ৭ টা বেজে আউচপাড়া মুক্তার বাড়ি মোড়ে ধরা পড়ে

এই ছিনতাই কারীর নাম ফয়সাল  আজ সকাল ৭ টা বেজে আউচপাড়া মুক্তার বাড়ি মোড়ে  ধরা পড়ে ! ওরে অনেক আগে থেকেই আমি চিনি ওর নিজেদের বাড়িও আছে এখানে নেশা টাকা জোগাড় করার জন্য এরা এসব করে বেড়ায় সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা একত্রিত হয়ে পরামর্শ করে ছিনতাই দমনে নামুন।
আলহামদুলিল্লাহ আমরাও ৫৪ নং ওয়ার্ড থেকে খুব শীঘ্রই ছিনতাই দমনে নামবো ইনশা- আল্লাহ।  প্রত্যক্ষ দর্শিরা বলেন। দেশীয় অস্র সহ তাকে ধরে জনগন গনধোলাই দেন। এলাকাবাসী বলেন চোরের অত্যাচারে আমরা খুব আতংকে আছি। তারা প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন। যাতে করে তারা সুন্দর ভাবে জীবন যাপন করতে পারেন।