পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৩ সেপ্টেম্বর ) বিকেলে সাফা ডিগ্রী কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ২ নং ধানিসাফা ইউনিয়নের সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ,
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত  পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী উপজেলা আমীর মোঃ আব্দুল জলিল শরিফ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, পিরোজপুর জেলা পেশাজীবী পরিষদের সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ, মঠবাড়িয়া উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ সহ বিভিন্ন ওয়ার্ডের ভোট কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ। 

পিরোজপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী  সহকারী অধ্যাপক মো: আব্দুল জলিল শরীফ দেশের জন্য যারা রক্ত দিয়ে,জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষের সার্বিক কল্যাণে নিবেদিত হয়ে রাজনীতি করে আসছে। আমাকে সুযোগ দিলে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রাখতে চাই। দুর্নীতিমুক্ত উন্নয়ন সমৃদ্ধ মঠবাড়িয়া উপহার দিতে অঙ্গীকার ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন।