পিরোজপুরের মঠবাড়িয়ায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে সমাজের সুবিধে বঞ্চিত ৩০ জন দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) পৌর শহরের মিরুখালী রোডে অবস্থিত আইএফআইসি ব্যাংকের উপ-শাখায় শীতার্ত মানুষের জন্য এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ- শাখা ব্যবস্থাপক আসিফ খান সৌরভ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মজিবর রহমান, প্রধান শিক্ষক (অবঃ) মোঃ ফজলুল হক, বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী আলকাজ ফারুক, উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদৌস প্রমুখ। উপ-শাখা ব্যবস্থাপক আসিফ খান সৌরভ জানান, আইএফআইসি ব্যাংকের গ্রাহক সেবার পাশাপাশি প্রতিবছরের ন্যায় শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। আইএফআইসি ব্যাংক সব সময় সেবার মান সমুন্নত রাখতে গ্রাহকদের কল্যানে কাজ করে থাকেন। শীতার্ত মানুষের জন্য এ কর্মসূচি অব্যাহত থাকবে।