তিনি বলেন সর্বজনীন দূর্গা মন্দিরের জন্য নিজ ব্যাক্তিগত উদ্দ্যোগ ও স্থানীয় প্রশাসন সহযোগিতায় জরাজীর্ণ আধা পাঁকা টিনসেড মন্দিরটি " ভিত্তিপ্রস্তর পাঁকাকরণ ও চারিদিক বাউন্ডারি ওয়াল" নির্মাণে দৃঢ় আশ্বাস প্রদান করেন।
মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা ৩ নং সদর ইউনিয়ন অন্তর্গত ৩ নং ওয়ার্ড নিউ পূর্বাশা( সাঁওতাল পাড়া) আবাসিক এলাকায় অবস্থিত সর্বজনীন দূর্গা মন্দিরটি আধা পাঁকা টিনসেড নির্মিত। সর্বজনীন দূর্গা মন্দিরটি আর্থিক সংকটের কারণে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। নিউ পূর্বাশা সাঁওতাল পাড়া আবাসিক এলাকায় ৭০-৮০ পরিবারে মোট ৯৫০ জন হিন্দু ধর্মালম্বী লোকের বসবাস। সনাতন ধর্মালম্বীদের "বার মাসে, তের পূজা" পার্বণে প্রতিনিয়ত সর্বজনীন সম্মিলিতভাবে পূজা পার্বণ আয়োজন করে থাকে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলেন স্থানীয় প্রশাসনের আর্থিক অনুদান সহযোগিতায় আধা পাঁকা টিনসেড সর্বজনীন মন্দির ভিত্তিপ্রস্থর পাঁকাকরণ ও মন্দিরের পাশ্ববর্তী চারিদিকে বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য জোর দাবি তুলেন।
মতবিনিময় সভায় পুজা কমিটি পরিচালনা অজয় কুমার সিং সভাপত্বিতে উপদেষ্ঠামন্ডলি বিশু পাল,মোহন কাহার, সিতু দাশ,উজ্জ্বল দাশ,রন্জিত ঋষি,বাপ্পি কুন্ডু,মিন্টু দাশ,কাজল সিং,উজ্জ্বল সিং,বাবুল কাহার, দাশিয়া রবিদাস,নন্দন দেব, মানিক দাশ, প্রদীপ সিং, ভূট্টো খাঁন, মকলিশ মিয়া সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন পুজা কমিটি সভাপতি পিংকু শীল, সাধারণ সম্পাদক সুজিত পাল।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটি ও সিলেট বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ স্থানীয় বাসিন্দা সুবাস কুর্মীর ব্যয়বহুল ডায়ালাইসিস চিকিৎসা খোঁজখবর নিলেন ও চিকিৎসা প্রদানে আশ্বাস দিলেন। স্থানীয় মুসল্লিদের কথায় বিরাইমপুর নুরে মদিনা জামে মসজিদ এম, এ, জি ওসমানি দারুন সুন্নাহ মাদ্রাসা ও ঈদগাহ পরিদর্শন করেন।