ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (২২ জুন) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বাগুন্দিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ময়মনসিংহ-শেরপুর সড়কে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, “ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। বাসচালক দুর্ঘটনার পর পালিয়ে যায়। তাকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।”
এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।