পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৫০ প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার খান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৫০ প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার খান। আজ সকাল ৯ টায় জানিপুর পাইলট স্কুল মাঠে আয়োজিত এই মহতী কার্যক্রমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ঈদ উপহার হিসেবে মহিলাদের জন্য শাড়ি, চিনি ও সেমাই এবং পুরুষদের জন্য লুঙ্গি, চিনি ও সেমাই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আনোয়ার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খোকসা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ নজরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা খোকসা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসলাম হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মোঃ ইয়াদ আলী শেখ, ইসলামী যুব আন্দোলন খোকসা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসাইন এবং ইসলামী ছাত্র আন্দোলন খোকসা থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ সৈকত হোসেন।

এ সময় বক্তারা বলেন, ঈদ সবার জন্য আনন্দের উৎসব, তাই সমাজের অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করা আমাদের নৈতিক দায়িত্ব। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত থেকে এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।