দাঁড়াও পথিক বর,জন্ম যদি তব বঙ্গে! তিষ্ঠ ক্ষণকাল। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিক উপলক্ষে এক সপ্তাহব্যাপী মধু মেলার আয়োজন করেছে যশোর জেলা প্রশাসন। প্রতি বছরের ন্যায় এই বছর ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মধুমেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা ২৪ শে জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ৩০শে জানুয়ারি পর্যন্ত চলতে থাকবে।মেলা কে কেন্দ্র করে এলাকার মানুষের ভিতরে উৎসবের আমেজ বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলা দেখার জন্য বহু মানুষের সমাগম ঘটেছে। এমনকি মাইকেল মধুসূদন দত্তের প্রিয় দেশ ফ্রান্স থেকেও দর্শনার্থী এসেছে মধুমেলা দেখার জন্য। মেলায় বিনোদনের জন্য রয়েছে সার্কাস খেলা, জাদু খেলা, পুতুল নাচ, কৃষি প্রদর্শনী এবং উন্মুক্ত মঞ্চের মাধ্যমে বিভিন্ন শিল্প গোষ্ঠীর আয়োজনে মুক্ত মঞ্চ অনুষ্ঠান। মেলায় যশোর জেলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের নিজগ্রাম সাগরদাঁড়ি আজ হয়ে উঠেছে সারা দেশের মানুষের জন্য একটি মিলন মেলা।