রাজধানীর উত্তারায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় তারাকান্দা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন,নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান হিসেবে বক্তব্য রাখেনময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল হেকিম মন্ডল,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবহান তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আব্দুল বাতেন,রাসেল মন্ডল,শামীম তালুকদার,আশরাফুল মন্ডল,রাকিব তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব এইচ.এম শামীম হোসাইন,তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও আজহারুল ইসলাম মন্ডল,তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ.এম জুয়েল,দেলোয়র হেসেন,জাসাস সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিমসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন তারাকান্দা উপজেলা ওলামা দলের নেতা হাফেজ মাওলানা নোমান আহম্মাদ।