খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ও ব্যবহার বন্ধ করার লক্ষ্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকালে পৌর এলাকার মুদিদোকান গুলোতে পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলমের ভ্রাম্যমান আদালত। জরিমানার মধ্যে পরিবেশ সংরক্ষন আইন (সংশোধন) ২০১০ এর ৬ (ক) ধারা মোতাবেক ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ,আলী স্টোর ,মেসার্স বনিক স্টোর, সিরাজ স্টোর ,আল মদিনা স্টোর প্রত্যেককে একহাজার টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক মিজান স্টোর কে১ হাজার টাকা, ফারুক হোটেল কে ৫শত টাকা, এবং ৫৩ ধারা মোতাবেক মাহী হোটেল ও হাজী হোটেল মালিক কে ৩ হাজার করে জরিমানা করা হয়েছে।
এসময়, প্রতিটি দোকান ঘুরে ঘুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা দেখেন তিনি,পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে পলিথিন ব্যবহার বন্ধ করার উপর সর্তক করা হয় এবং কাগজের ব্যাগ ব্যবহার করতে দোকানদারদের পরামর্শ দেন।পরিবেশ রক্ষায় ও ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।