গাজীপুর গাছা থানার অন্তর্গত জাতীয় বিশ্ববিদ্যালয়, বোর্ড বাজার, ৩৮ নং ওয়ার্ড বড়বাড়ী, হযরত উসমান রাঃ ইসলামিয়া দাখিল ও হাফেজিয়া মাদ্রাসার নার্সারী শ্রেণির শিক্ষার্থী মোঃ রাদিন ইসলাম পিতাঃ বকুল মিয়া মাতাঃ রিনা আক্তার।

গাজীপুর  গাছা থানার অন্তর্গত জাতীয় বিশ্ববিদ্যালয়, বোর্ড বাজার, ৩৮ নং ওয়ার্ড বড়বাড়ী, হযরত উসমান রাঃ ইসলামিয়া দাখিল ও হাফেজিয়া মাদ্রাসার নার্সারী শ্রেণির শিক্ষার্থী মোঃ রাদিন ইসলাম পিতাঃ বকুল মিয়া মাতাঃ রিনা আক্তার। উল্লেখ্য রাদিন ইসলাম হযরত উসমান রাঃ ইসলামিয়া দাখিল ও হাফেজিয়া মাদ্রাসায় পড়ালেখা করে। সে ৬ মাস প্রতিষ্ঠানে পড়ালেখা করে আসতেছে। আল্লাহর অশেষ রহমতে সে এক এক করে রাসুল (স) এর চল্লিশটি হাদীস মুখস্ত করেন।এই সফলতায় তার বাবা, মা আত্মীয় স্বজন, এলাকাবাসী শিক্ষক ও শিক্ষিকা সকলে আনন্দিত।খাইলকুর ৩৮ নং ওয়ার্ডে একটি মাত্র প্রতিষ্ঠান যেখানে একসাথে আলিয়া, ক্বওমীয়া এবং হিফজ উভয় শাখা বিদ্যমান। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আবুল কালাম (আজাদ) তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সাথে পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠান। তিনি একাধারে কামিল, মাস্টার্স ফাস্ট ক্লাস ফাস্ট। তিনি সকলের কাছে অত্র প্রতিষ্ঠানের জন্য দোয়া চেয়েছেন। যাতে করে এই প্রতিষ্ঠান থেকে যোগ্য আলেম, হাফেজ তৈরী করতে পারে। এবং রাদিনের জন্য শুভকামনা রইল।