হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাধবপুর বাজার থেকে মনতলা যাওয়ার সড়কে চুরি, ছিনতাই, ডাকাতি ও দুর্ঘটনা প্রতিরোধে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক ও মাধবপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি আল আমিন ইসলামের নেতৃত্বে শনিবার দুপুরে শুরু হয় সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।


প্রথম দিনে আলাকপুর গ্রাম থেকে রাজনগর পর্যন্ত অংশে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ও সাংবাদিকরা একযোগে ঝোপঝাড় পরিষ্কারের কাজে অংশ নেন। এসময় শাহজাহানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিক মিয়া, যুগ্ম আহ্বায়ক আশিক মিয়া, আদাঐর ইউনিয়নের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন খোকা, সদস্য রনি মিয়া, রায়হান মিয়া, মাসুম মিয়া, জুয়েল মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় রাস্তার দুই পাশে ঝোপঝাড় ও আগাছার আড়ালে লুকিয়ে থেকে সংঘবদ্ধ অপরাধীরা গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়। এতে অনেক সময় চুরি, ছিনতাই ও ডাকাতির পাশাপাশি দুর্ঘটনাও ঘটে থাকে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

একজন সিএনজি চালক বলেন,
“রাতের বেলা এই রাস্তায় গাড়ি চালানো ভয়ের হয়ে দাঁড়িয়েছে। ডাকাত দলের ভয়ে যাত্রী নিতে চাই না। আবার ঝোপঝাড়ের কারণে হঠাৎ দুর্ঘটনারও আশঙ্কা থাকে।”

মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক ও মাধবপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি আল আমিন ইসলাম বলেন,
“আমরা জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছি। ঝোপঝাড় পরিষ্কার করার এই উদ্যোগের ফলে ডাকাতি ও দুর্ঘটনা প্রতিরোধ হবে বলে আশা করি। আমাদের স্বেচ্ছাসেবক দলের এই অভিযান চলমান থাকবে যতদিন না পুরো সড়ক ঝোপমুক্ত ও নিরাপদ হয়।”

পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা স্বেচ্ছাসেবক দলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।