যে কোন দাবি আদায়ে মহাসড়কই যেন এক মাত্র ভরসা হয়ে উঠেছে দেশবাসির কাছে। তেমনি একটি মানব বন্ধন হয়েছে, মানিকগঞ্জ জেলার ঢাকা-আরিচা  মহাসড়কের গোলড়ার তারাসীমা এ্যাপারেল্স লিঃ এর সামনে। মানব বন্ধনের নামে মহাসড়ক আটকিয়ে অবস্থান নেয় মানব বন্ধনে আসা লোকজন এতে চরম ভোগান্তিতর শিকার হয় শতশত যাত্রী।

ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিন পাশে তারাসীমা এ্যাপারেল্স সহ বেশ কয়েকটি ফ্যাক্টরী হয় এবং তারা বাউন্ডারি দেয়ায় উদ্যোগ নিলে চরম ভোগান্তিতে পরে গোলড়া গ্রামের লোকজন। মহাসড়কে আসতে তাদের দুই-তিন মিনিট সময় লাগলেও বাউন্ডারি দেয়ার পর তা ঘুরে আসতে সময় লাগেবে আধ ঘন্টারও বেশি। তাই তারা দুই ফ্যাক্টরীর মাঝে চলাচলের একটি সরু রাস্তা জন্য মানব বন্ধন অংশগ্রহন করে।
এমন মানব বন্ধন করে রাস্তা অবরোধ করার কারনে দু'পাশেই শতশত যাত্রীবাহী ও মালবাহী গাড়ি আটকা পরে এতে চরম ভোগান্তিতে সৃষ্টি হয়। পরে পুলিশ খবর পেয়ে এসে তাদের রাস্তা থেকে উঠে যেতে বলে। কিন্তু তারা রাস্তা ছেড়ে উঠতে রাজি না হওয়ার পুলিশ কঠোর অবস্থান নেয়। এতে তারা রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয় এবং প্রায় চার ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।