১৯ নভেম্বর মানিকগঞ্জের শিবালয়ে নিখোঁজের এক দিন পর নূরজাহান বেগম(৩৫) নামের এক গৃহবধূর গলাকাঁটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৯ নভেম্বর মানিকগঞ্জের শিবালয়ে নিখোঁজের এক দিন পর নূরজাহান বেগম(৩৫) নামের  এক গৃহবধূর গলাকাঁটা   লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধার দিকে উপজেলার বোয়ালী পাড়া বাড়ির পাশে ফসলের মাঠে ঘাসের ক্ষেত থেকে  নিহতের লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত নুরজাহান বেগম ওই এলাকার একলাস উদ্দিনের স্ত্রী ও তিন সন্তানের জননী ।  শিবালয় থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। 
নিহতের স্বামী একলাস উদ্দিন জানান,  সোমবার সন্ধা রাতে পরিবারের  সবাই এক সাথে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। রাত নয়টার দিকে নুরজাহান বেগমকে খুজেঁ পাওয়া যাচ্ছিল না। এসময়  বাড়ির সবাই তাকে খুঁজাখুঁিজ করি। পরেদিন মঙ্গলবার বিভিন্ন জায়গায় তাকে অনেক খুঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।  হঠাৎ দুপুরের দিকে প্রতিবেশি একজন ঘাস কাটতে গিয়ে তার লাশ দেখতে পেয়ে সবাইকে খবর দেয়। পরে সবাই গিয়ে দেখে নুরজাহান বেগমের গলাকাঁটাও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ  বিবস্ত্র ভাবে পরে পরে আছে । বিকালের দিকে পুলিশ লাশ উদ্ধার করে।শিবালয় থানার ওসি (তদন্ত ) মো. মজিবুর রহমান  বলেন,  খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।  নিহতের কলাকাটাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।  এ বিষয়ে আইনি পক্রিয়া পক্রিয়াধিন রয়েছে। আর তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।