কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতি করতে গিয়ে জানোয়ারা বেগম (৪৮) ও তার ছেলে রাজকে(৳) হড্যার দায়ে ৩ আসামীকে মৃত্যু দন্ড দিয়েছে আদালত । বুধবার (২০) নভেম্বর বেলা ১২ দিকে কুষ্টিয়ার আতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সোহানী পূশন এ রায় দেন । সেই সাথে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদপশ দিয়েছেন আদালত । বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী অরুপ রায়হান। মৃত্যু দন্ড প্রাপ্ত তিন আসামী হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকান্দী গ্রামের ইমরান হোসেনের ছেলে আলীবর একই গ্রামের মৃত শহিদুল ইসলাম এর ছেলে লাল চাঁদ মন্ডল এবং একই উপজেলার গোয়ালদ্দার পাড়া এলাকার সেকেন্দার মোল্লার ছেলে হানিফ মোল্লা। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। মামলার সূত্রেজানা যায়, ২০১৯ সালের ১৭ নভেম্বর দিনগত রাতে বাসাবাড়িতে ছানোয়ারা বেগম ও তার ছেলে রাজ ঘুমিয়ে ছিলেন এসময় আসামীরা ডাকাতি করার জন্য তাদের বসতঘরে প্রবেশ করে । টের পেয়ে ছানোয়ারা বেগম জেগে উঠে প্রতিবাদ ও চৎকার করে ডাকাত দলতাকে শ্বাস রুদ্ধ করে হত্যাকরে । একইভাবে ছেলে রাজকেও হত্যাকরে । এরপর আসামীরা মোবাইল ফোন সহ বিভিন্ন জিনিস পত্র ডাকাতি করে নিয়ে যায়৷ এঘটনায় ২০১৮ সালে ১৮ নভেম্বর দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন পারভীনা খাতুন । মামলার তদন্ত শেষে তদন্ত কারী কর্মকর্তা একই বছরের ২৭ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন ।