মানিকগঞ্জে ৪ লাখ টাকার ৪০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত মাদক কারবারী আব্দুর রউফ(৩৬) মানিকগঞ্জের বেরিরচর এলাকার মৃত জাফর খানের ছেলে।
গতকাল সোমবার(৯ জানুয়ারি) বিকেল ৩ টায় শিবালয় থানাধীন বাউলীকান্দা সাকিনস্থ জনৈক আলালের মুদির দোকানের সামনে কাঁচা রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়। জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম বারের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ ফরহাদুজ্জামান ভূইয়ার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। গোয়েন্দা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।আসামীর বিরুদ্ধে শিবালয় থানায় ০১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।