সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বরিশাল সদর উপজেলার ভোট গ্রহণ। ০৮ ই মে, বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বরিশাল সদর ও বাকেরগঞ্জ এই দুই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বরিশাল সদর উপজেলার ভোট গ্রহণ। ০৮ ই মে, বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বরিশাল সদর ও বাকেরগঞ্জ এই দুই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলার জ্যেষ্ঠ নির্বাচন অফিসার, রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সী জানান, "সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বরিশাল সদর উপজেলায় শতকরা ৩৬ ভাগ ভোট পরেছে।"

সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক ওরফে মালেক মাস্টার। তিনি কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ জাকির হোসেন। তাহার প্রতীক ছিল মোটরসাইকেল। নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার পেয়েছেন ১৯৭০৭ ভোট। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাকির হোসেন পেয়েছেন ১৭৩১৪ ভোট।

এছাড়াও কথিত হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদুল হক খান মামুন পেয়েছেন ১৪১৪১ ভোট। ঘোড়া প্রতীক নিয়ে মাহবুবুর রহমান মধু পেয়েছেন ১১১৭০ ভোট। এবং মনিরুল ইসলাম ছবি দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮৬৮ ভোট।

একই সাথে ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন। তিনি পেয়েছেন ২৯ হাজার ৯৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বই প্রতীক নিয়ে মহিদুর রহমান। তিনি পেয়েছেন ২৪ হাজার ৩৭৩ ভোট। এছাড়াও হাদিস মীর তৃতীয় ও শহীদ মোহাম্মদ শাহনেওয়াজ চতুর্থ হয়।

পাশাপাশি নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন হালিমা বেগম হেপি। নির্বাচনে তার প্রতীক ছিল কলস। তিনি ব্যক্তিগত জীবনে একজন এডভোকেট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাঁস-প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নেহার বেগম।

পরিশেষে উপজেলা নির্বাচন ২০২৪ এ বরিশাল সদর আসনের জনগণের ক্ষমতায়নের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন এলাকার সাধারণ জনগণ ও ভোটাররা।