সেমিনারটি মমতাময়ী প্যালিয়েটিভ কেয়ার, কড়াইলে দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল মাসিককালীন স্বাস্থ্য বিষয়ে স্থানীয় নারীদের সচেতনতা বৃদ্ধি, সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরা এবং ভ্রান্ত ধারণাগুলো ভাঙা।
প্রোগ্রামের শুরুতে মাসিক নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা, কুসংস্কার ও সামাজিক ট্যাবু ভাঙার ওপর আলোকপাত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শামসুন নাহার স্বপ্না তিনি বলেন—
"অজ্ঞতার কারণে অনেকেই কুসংস্কারে বিশ্বাস করেন, যা সম্পূর্ণ ভুল। এ সময় কোনো ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।"
সেমিনারে অংশগ্রহণকারীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। যারা সঠিক উত্তর দিতে সক্ষম হন তাদেরকে পুরস্কৃত করা হয়। এছাড়া ৬০ জন নারীকে বিনামূল্যে স্যানিটারি প্যাড প্রদান করা হয়।
এই আয়োজন স্পন্সর করেছে লাবারটাইস ও স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ ফাউন্ডেশন। সহযোগিতা করেছে মমতাময়ী প্যালিয়েটিভ কেয়ার।
পরিশেষে একটি জরিপ পরিচালনা করা হয়। এতে দেখা যায়, অংশগ্রহণকারীরা পূর্বের তুলনায় বেশি সচেতন হয়েছেন এবং নতুন কিছু স্বাস্থ্যবিষয়ক তথ্য জেনেছেন।