২৬ জানুয়ারি ২০২৪,রবিবার রাত ১'৩০ এর দিক  মিরপুর ১১ মেট্রোরেল সংলগ্ন পূরবী সিনেমা হলের পাশের বাজারে আগুন লেগে প্রায় ২৯ টি দোকান পুড়ে গিয়েছে।আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই হয়তো এই ঘটনা আবার রবিবার সাপ্তাহিক বাজার বন্ধ থাকে। এতে অনেক ব্যাবসায়ীদের মাথায় হাত, তাদের এ বাদে আর কোনো সম্বল নেই।কোনো দোকানে বীমা করা ছিলনা দেখে তারা এখন আশাহীন। এরকমই বাজারের সবচেয়ে বেশি দোকান নিয়ে যার ব্যবসা "তামিম এন্টারপ্রাইজ " নামের দোকান। উক্ত দোকানের মালিক জনাব তামিম, মর্নিং পোস্ট কে জানান, যে তার প্রায় এক কোটি টাকার উপরে পণ্য সামগ্রী ছিল, যার পুরোটিই ক্ষতি হয়ে গিয়েছে, একটা মালামালই সুরক্ষিত অবস্থায় বের করতে পারেননি, সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে। আবার কিছু ব্যাবসায়ীরা ঋণ নিয়ে ব্যাবসা করছিল তাদেরও অনেক টাকার ক্ষতি হয়ে গিয়েছে, যেমন মো:আবুল হোসাইন  আমাদের জানান তার প্রায় ২০ লাখ টাকার পণ্যের ক্ষতি হয়েছে!যেখানে ৭ লাখ টাকার উপর তার ঋণ নেওয়া। তারা সবার সহযোগিতা কামনা করছে।বলে রাখা ভালো পূরবী বাজার মিরপুরের অন্যতম বড় পাইকার বাজার।