গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ৩নং গোবিন্দপুর ইউনিয়নে আসন্ন রমজান উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বিতরণকৃত ভিজিএফ এর চাউল অন্যত্র বিক্রির অভিযোগ প্যানেল চেয়ারম্যান সাইফুল কাজীর বিরুদ্ধে।গতকাল ১৬ (ফেব্রুয়ারি)দুপুর ১২ টার সময় গোবিন্দ পুর ইউনিয়ন পরিষদ কার্যালয় হিসেবের চাউল বিতরণের সময় চাউল
অন্যত্র বিক্রির ঘটনাটি জানাজানি হয়। এ এ ব্যাপারে গোবিন্দপুর ইউনিয় পরিষদের
২ নং ওয়ার্ড সদস্য মোশাররফ হোসেন মোল্লার নিকট জানতে চাইলে তিনি বলেন চেয়ারম্যান ওবায়দুর রহমান দীর্ঘদিন অনুপস্থিত থাকায় প্যানেল চেয়ারম্যান হিসেবে ৪ নং ওয়ার্ড সদস্য সাইফুল কাজী দায়িত্ব পালন করে আসছেন।গতকাল হতদরিদ্রদের মাঝে ১৭৩৫টি পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণের কথা থাকলে ও ওজনে কম দেওয়া ও একই ব্যক্তির একাধিক স্লিপ এর মাধ্যমে চাউল উত্তোলনের অভিযোগ ওঠে। এরই ফাঁকে কোন এক সময় প্যানেল চেয়ারম্যান মহোদয় ভোট অফিস থেকে বেরিয়ে যান। এলাকার সচেতন নাগরিক হিসেবে স্থানীয় তানজিল জানান
সাইফুল কাজী গরিব মানুষের ১০ কেজি চাউল গরিব মানুষকে না দিয়ে আত্মীয়স্বজনের নিকট বিতরণ করেন। ৫নং ওয়ার্ড সদস্য সুমন মুন্সী জানান চেয়ারম্যানের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্যানেল চেয়ারম্যান মহোদয় তিন থেকে চার মাস ধরে তার খেয়াল খুশির মতো ইউনিয়নবাসীকে সেবা দিয়ে আসছেন। প্রতিবাদ করলে আমাদের কোন কথার মূল্য দেন না। স্থানীয় বাসিন্দা রনি কাজী জানান গত আওয়ামী লীগের
সময় ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাইফুল কাজীর নানা অনিয়ম ও পুলিশ দিয়ে ধরানো ছাড়ানো সহ হুমকি ধামকি দিয়ে নিজ গ্রামে ভীতির সৃষ্টি করেন।আমি ও আমার পরিবারের সদস্যরা তার ভয়ে
প্রায় সময় পালিয়ে বেড়িয়েছি।আমরা এ ধড়িবাজের শাস্তি দাবি করছি।মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তারের নিকট ভিজিএফ এর চাউল বিক্রির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।