পটুয়াখালী সদর উপজেলার, লোহালিয়া ইউনিয়নের, শাহ্ পাড়া গ্ৰামের প্রায় এক শতাধিক পরিবার জীবিকা নির্বাহ করে মুড়ি ভেঁজে। স্থানীয় সূত্রে জানা যায় প্রায় চার যুগ ধরে তারা এই পেশায় নিয়োজিত। প্রথম দিকে তাঁরা নিজেরাই ধান কিনে সেগুলো সিদ্ধ শুকনো করে , মুড়ি ভেঁজে বাজারে বিক্রি করে সংসার চালাতো। দূর দুরন্ত থেকে মানুষ আসতো তাদের কাছে মুড়ি ভাঁজতে । তবে কালের বিবর্তনে তাদের এই পেশা হারিয়ে যাওয়ার পথে। এই পেশায় নিয়োজিত সুমিত সাহার ভাষ্য মতে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় তাদের আজ এই করুন অবস্থা। তিনি আরো জানান। বিভিন্ন প্রকার আধুনিক যন্ত্র উদ্ভাবন হওয়ায় মানুষ হাতে মুড়ি ভাজাতে চায় না । তারা চায় স্থানীয় জনপ্রশাসন যদি তাদের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করে তাহলে তাদের এই পেশা যুগ যুগ ধরে ঠিক থাকতে সক্ষম। এবং তাদের সংসার চালাতেও কষ্ট হবে না। তারা আরো বলেন স্থানীয় জনপ্রতিনিধির যদি তাদের এই সমস্যাটা একটু দেখেন তাহলে তাদের কষ্ট লাগোবহবে।