মুন্সিগঞ্জ জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত পাঁচ লক্ষ টাকা রাস্তার উন্নয়ন ও মেরামতের কাজ না করেই সংশ্লিষ্ট ঠিকাদার সমুদয় বিল উত্তোলন করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে মের্সাস তিয়াসা এন্টারপ্রাইজের নামে।গজারিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন মর্নিং পোস্ট কে জানান ২০২২-২৩ অর্থবছরে মুন্সিগঞ্জ জেলা পরিষদের বরাদ্দে গজারিয়া ইউনিয়নের দরিকান্দি ফকির বাড়ি হইতে দরিকান্দি পশ্চিমপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তা উন্নয়ন ও মেরামতের পাঁচ লক্ষ টাকা আসলেও মেসার্স তিয়াসা এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী বালুয়াকান্দি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সালাউদ্দিন কাজ না করেই সমুদয় অর্থ উত্তোলন করে নিয়েছে। কাজ না করেই সংশ্লিষ্ট ঠিকাদার উদ্বোধনের নেমপ্লেট স্থাপন করলে এলাকায় বিষয়টি নিয়ে তুমুল হৈচৈ পরে যায়। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা মোঃ মোয়াজ্জেম হোসেন মর্নিং পোস্ট কে জানান রাস্তার উন্নয়নের কাজ না করেই ঠিকাদার বিল উত্তোলন করেছেন বলে আমরা জানতে পেরেছি ।বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হলে ঠিকাদার বিভিন্নভাবে সংবাদকর্মীদের সাথে দামাচাপা দেওয়ার চেষ্টা করেন।মেসার্স তিয়াসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাবেক ইউপি সদস্য সালাউদ্দিনের সঙ্গে কথা বললে বিষয়টি তিনি জানান কাজের ঢালাইয়ের সময় জেলা পরিষদের সার্ভেয়ার উপস্থিত ছিলেন।
সরজমিনে প্রকল্পের কোন প্রকার অস্তিত্ব না থাকায় তাহার কোন সদুত্তর দিতে পারিনি ঠিকাদার।এ বিষয়ে জেলা পরিষদের সার্ভেয়ার ইসমাইল হোসেন প্রকল্পের প্রাক্কলন নিয়ে অনিয়ম তান্ত্রিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। যাহা পাতা দিয়ে মাছ ডাকার মতন।মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসলাম মোল্লা মর্নিং পোস্ট কে জানান বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। অনিয়ম বা অভিযোগ প্রমাণিত হলে জড়িত ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।