গজারিয়ায় জি এম আই ইন্ডাস্ট্রিতে শ্রমিকের ২১ দফা দাবি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ।
১৭ অক্টোবর , ২০২৪ ০৯:৩২আজ (১৫ অক্টোবর) বুধবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আনারপুর সংলগ্ন জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামের কারখানার শ্রমিকেরা এ-ই আন্দোলন কর্মসূচি পালন করে।
মুন্সীগঞ্জে জেলা পরিষদের কাজ না করেই ঠিকাদারের টাকা উত্তোলন।
১৭ অক্টোবর , ২০২৪ ০৯:১৫মুন্সিগঞ্জ জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত পাঁচ লক্ষ টাকা রাস্তার উন্নয়ন ও মেরামতের কাজ না করেই সংশ্লিষ্ট ঠিকাদার সমুদয় বিল উত্তোলন করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে মের্সাস তিয়াসা এন্টারপ্রাইজের নামে।
গজারিয়ায় ভাস্কর্য নির্মাণে অনিয়মের অভিযোগ
২ অক্টোবর , ২০২৪ ১৮:৪৫মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মধ্য ভাটেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় ২০২২ সালে ভূমি হস্তান্তর কর(১℅) খাত থেকে বন্ধন নামে একটি ভাস্কর্য স্থাপন করা হয়। এই ভাস্কর্য নির্মাণ করে টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি এবং তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী।
খেয়াল রাইখেন, প্রাথমিক বিদ্যালয়ে কোচিং সেন্টার----প্রধান শিক্ষক
৩০ সেপ্টেম্বর , ২০২৪ ১৪:১৪এ বিষয়ে প্রধান শিক্ষক শাহ আলম সাংবাদিকদের উপস্থিতিতে প্রাইভেট রুম হতে বাহির হয়ে এসে পানি পান করার কথা বলে ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দেয় এবং গণমাধ্যম কর্মীদের বলে একটু খেয়াল রাইখেন।নব যোগদান কৃত উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ পারভিনকে অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। অফিসকর্মীরা জানান ২৬/০৯/২০২৪ তিন তারিখে যোগদান করে অফিসে আর আসেননি।মুন্সিগঞ্জ জেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন বিদ্যালয়ের সময়সূচী সকাল ৯ টা হতে বিকাল চারটা তিরিশ ঘটিকা পর্যন্ত এবং কোন শিক্ষক বিদ্যালয়ে কোন প্রকার প্রাইভেট পড়াইতে পারবে না। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।