মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে গজারিয়া রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় গজারিয়া থানার সম্মুখ অংশে  উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন (অতিরিক্ত ডিআইজি)  টুরিস্ট পুলিশ ঢাকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাইমুল হক পিপিএম পুলিশ সুপার টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন। তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম গজারিয়া থানা, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান, ফিরোজ আলম মোল্লা, দেলোয়ার হোসেন, হারুনুর রশিদ, শাহাদাত হোসেন বাবু, আব্দুল্লাহ আল মামুন বাবু,। র‌্যালি পূর্বক আলোচনা সভা পরিচালনা করেন মাদক বিরোধী রেনেসাঁ চেয়ারম্যান আতাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের নিয়ে  র‌্যালিটি থানা থেকে হাসপাতাল রোডের ফায়ার সার্ভিস হয়ে থানায় এসে শেষ হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পুরো পরিবারকেই ধ্বংস করে। তরুণ, যুবকরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সম্পদ, মাদকের ছোবল থেকে তাদের বাচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় মাদক কারবারিদের ব্যাপারে প্রশাসনকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য আহবান জানান বক্তারা। একইসঙ্গে মাদক বিরোধী র‌্যালি করার জন্য রাউন্ড টেবিল বাংলাদেশকে ধন্যবাদ জানান।