ঢাক-ঢোল পিটিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর সিনেমা হালের সামনে উপজেলা কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ের এ-ই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে গজারিয়া উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান এর সভাপতিত্বে, সদস্য সচিব মো: তোফাজ্জল সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক মো: সিরাজুল ইসলাম পিন্ট, বিষেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আব্দুর রহমান শফিক, যুগ্ম আহবায়ক মো: হুমায়ুন কবির, মো: সালাউদ্দিন আহমেদ, আবু সুফিয়ান ইকবাল হোসেন খোকন, মো: গোলাম জামাদার, আবু বক্কর সিদ্দিক, গজারিয়া থানা বিএনপির সদস্য সচিব মো: নুরুল আমিন,ফরহাদ ইসলাম তুহিনসহ আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বানগণ ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।জাতীয়তাবাতী কৃষক দলের ৪৪তম প্রতিষ্টা বার্ষিকী দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন জানিয়ে জেলা কৃষক দলের আহবায়ক মো: সিরাজুল ইসলাম পিন্টু বলেন, সৈরশাসকের পতনের পরে আজ আমরা এক মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা সবাই দ্বিধা দন্দ ভুলে গিয়ে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করতে চাই। জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্য কৃষক দল সর্বদাই কাজ করে যাচ্ছে।এর আগে সকালে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি ভবেরচর বাস স্ট্যান্ডের মায়ামি ডাইন রেস্টুরেন্ট থেকে শুরু হয়ে ভবেরচর সিনেমা হাল কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।