পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় ড্রেজার মেশিন দিয়ে বালি ফেলানোকে কেন্দ্র করে ইয়ামিন আয়মানের সঙ্গে জিন্নাত মোল্লা, হাবু মোল্লাসহ কয়েকজনের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে বাশের লাঠি দিয়ে মারধর করে তাকে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।
পরে স্থানীয়রা আহত ইয়ামিন আয়মানকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। তারা হলেন
মোঃ হাবিব মোল্লা (৬৫), জিন্নত মোল্লা(৫৫) ও মোহাম্মদ রবিউল ইসলাম ইমন (২৪)।
সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম মিয়া জানান, ঘটনা এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।