আইনি জটিলতায় দক্ষিনাঞ্চলের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ নিয়ে চলছে টানা হেচড়া।

আইনি জটিলতায় দক্ষিনাঞ্চলের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ নিয়ে চলছে টানা হেচড়া। তফশিল অনুয়ায়ী ৫ই জানুয়ারি রোববার ভোটগ্রহন। কিন্ত ৩রা জানুয়ারী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তর থেকে জানানো হয়েছে এ নির্বাচনে তারা কোন প্রতিনিধি পাঠাবেন না। মোচিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বরাবর দেওয়া কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, শ্রম অধিদপ্তরের লিখিত ও মৌখিক পরামর্শ অনুযায়ী নির্বাচন পরিচালনা করা হচ্ছে না। এজন্য মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুসরন পূর্বক শ্রম অধিদপ্তরের প্রতিনিধি নির্বাচন তত্বাবধান করতে পারবেন না। চিঠির এ নির্দেশনাটি ঝিনাইদহ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও মোচিকের এমডি বরাবর অনুলিপি দেওয়া হয়েছে। শ্রম অধিদপ্তরের নির্বাচন সংক্রান্ত চিঠির নির্দেশনার বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, শনিবার সকালে নির্বাচন পরিচালনা কমিটির লোকজন এসেছিল। তাদেরকে বলেছেন ওই নির্বাচনে প্রশাসনের কোন প্রতিনিধি পাঠাবেন না বা কোন দ্বায় দ্বায়িত্বও বহন করবেন না। তবে, নির্বাচন হবে কি না এমন বিষয়টি মিলের এমডিই সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি। বিষয়টি জানতে বেলা সাড়ে ১২ টার দিকে মোচিকের মহাব্যবস্থাপক সাইফুল ইসলামের মুঠোফোনে কল দিলে তিনি বলেন, নির্বাচন হবে কি না তার সিদ্ধান্ত গ্রহনে শ্রমিকদের সাথে মিটিং করছেন। কিছু সময়ের মধ্যেই চুড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবেন। কিন্তু এর ১ ঘন্টা পর ভোটের সিদ্ধান্তটি জানতে এমডি মহোদ্বয়ের মোবাইলে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। উল্লেখ্য, এর আগে গত ৩০ ডিসেম্বর মোচিক/এমডিসেল-০৭/২৩৬২ সূত্র মোতাবেক ওই নির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে গত ১লা জানুয়ারি বিএসএফআইসি সদর দপ্তরের মৌখিক পরামর্শ এবং নির্বাচন পরিচালনা কমিটির ৩য় অধিবেশনের সিদ্ধান্ত মোতাবেক সাধারণ নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার করে ভোটগ্রহনের সিদ্ধান্ত হয়। সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্ষন্ত মিল ক্যাম্পাসে নির্বাচনের প্রার্থী ও সমর্থকেরা ভোট প্রচারনা অব্যহত রেখেছে। তাদের ভাষ্য ৫ই জানুয়ারী ভোটগ্রহন হবে।