রাজশাহীর মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লক্ষীপুর পালশা গ্রামে পান বরজ পুড়ে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতিগ্রস্ত কৃষক।শুক্রবার ১১ ই এপ্রিল দুপুরে জুম্মার নামাজের সময় পান বরজ পোড়ার ঘটনাটি ঘটে।

এলাকা সূত্রে জানা যায়, জুম্মার নামাজের সময় গ্রামবাসীরা পান বরজে আগুন দেখতে পেয়ে সাথে সাথে আগুন নিভানোর চেষ্টা করে এবং মোহনপুর ফায়ার সার্ভিস অফিসকে অবগত করেন। প্রায় পঁচিশ থেকে ত্রিশ বিঘা জমি ১৫০ পুন লগড়ের পানবরজ পুড়ে যায়,এতে কৃষকের প্রায় পাঁচ কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে বলে জানা যায়।ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন,সাদেক আলী,রফিক, মাজেদ, সাহেব আলী, দুলাল,
কালাম,ওহাব,নুরুল,হাসান,শামীম,জাহিদুল,
মুরাদ,রাব্বানী,ভোলা,কামাল,সাইফুল,
আতিকুর, তাইজুল, হাসান, মালেক, আফজাল, মাজেদ, আফজাল সহ ৫০ থেকে ৬০ জন কৃষক। পান বরজে আগুন লাগার কারন সঠিক ভাবে এলাকাবাসী বলতে পারেনি। তবে তারা ধারণা করছে পরিকল্পিত ভাবেও হতে পারে।