মৌলভীবাজারে জোর করে জমি দখলের অভিযোগ
শুক্রবার ( ৭ মার্চ) লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য সাদত মিয়া।
এসময় তিনি বলেন,আমার নাম সাদত মিয়া, আমার মামা লন্ডন প্রবাসী লাহিন করিম । আমার মামার বাবা নাম আব্দুল করিম । আব্দুল করিমের নামে মৌলভীবাজার মিনিসিপিলিটি রোডের পাসে ৬৪ শতাংশ জমি ক্রয় করেন। পরে সেই জমি থেকে ৫ শতাংশ জমি পুএ রুহিন করিমের বৌউ সীমা সামার কাবিনে দিয়েছেন। পরবর্তীতে ঐ ৫ শতাংশ জায়গা সহ ৭ শতাংশ জায়গার উপর ৪ তলা একটা বিল্ডিং বানান এবং সেই বিল্ডিং এ আমি সাদত মিয়া ও আমার পরিবার নিয়ে বসবাস করছি ও আমার মামা লাহিন করিম সহ তার ফ্যামিলি কেও যদি বাংলাদেশে আসে ঐ বাসায় বসবাস করেন। কয়েক বছর পরে রুহিন করিম এর বৌউ সীমা সামার লগে ডিভোর্স হইজায়।তার পরে আমার রুহিন করিমের বৌউ সীমা সামা বাংলাদেশে এসে আমাদেরকে না জানিয়ে বাসাটি বিক্রি করে দেন, তার পরে একদিন ক্রয় কিত শামসুল হক ফয়জুল ও আরো কয়েক জন্য আমাদেরকে বাসা থেকে উমকি দামকি দিয়ে বের করে দেয়। পরে আমারা নিরোপায় হয়ে বাসাথেকে বেড় হয়ে আসি। তার কয়েক দিন পরে দেকতে পাই আমাদে নামের ৭ টি বিদুৎ মিটার কে বা কারা কোলে নিয়ে জায়। তার পরে আমার বাবা সাদত মিয়া কোটে গিয়ে ১৪৪ ধারা মামলা দায়ের করেন মামলা নং(৪৮/২৫) তার কয়েক দিন পরে । বিভিন্নভাবে আমার পরিবার ও আমাকে মেরে ফেলা ও পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসতেছেন। সে স্থানীয় সন্ত্রাসীগোষ্ঠী এবং দুষ্কৃ তকারীদের নিয়ে প্রতিনিয়ত মহড়া দিচ্ছে। আমরা আমাদের জান ও মালের নিরাপত্তা চাই।’