নিহতরা হলেন গৃহবধু ময়না আক্তার (৩০) তার মেয়ে রাইসা (৭) ছেলে নীরব (২) নিহত ময়না আক্তারের স্বামী রফিকুল ইসলাম একটি স্পিনিং মিলে কাজ করতেন। পরিবার নিয়ে তিনি নগরীর ৭ নং ওয়ার্ডের ভাড়া ওই বাসায় থাকতেন।
নিহত ময়না আক্তারের স্বামী রফিকুল ইসলাম কাজ থেকে ফিরে এসে দেখেন ঘরে তালা ঝুলছে। বাইরে খোজাখুজি, ডাকাডাকি করে না পেয়ে তিনি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখেন মা ও ২ শিশু সন্তানকে গলা কেটে হত্যা করে রেখেছেন কে বা কারা।
তাদের পাশের রুমেই গৃহবধূ ময়না আক্তারের দেবর নজরুল ইসলাম থাকতেন ঘটনার পর থেকেই তাকে খোঁজে পাওয়া যাচ্ছেনা। স্থানীয় মানুষজন প্রাথমিক ভাবে তাকে সন্দেহ করছেন। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ তৎপরতা চাল্লাছে বলে যানিয়েছেন পুলিশ। মৃতদেহ ৩ টি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।