জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের এবং শহিদ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। এসময় তিনি আহত যোদ্ধাদের কর্মসংস্থানের জন্য সরকারি চাকরিতে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের লক্ষে তাদের নিকট থেকে আবেদন জমা নিয়েছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক।
এসময়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ ও আহত সেলকেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর মোহাম্মদ আয়াস,আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবার, শহিদ পরিবারের সদস্যগণ, ছাত্র প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নগদ অর্থ বিতরণ কালে জেলা প্রশাসক- ময়মনসিংহের উন্নয়ন-
অগ্রগতির যাত্রায় তরুণ সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
অনুষ্ঠানে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ৩জন গৌরীপুর এর ২জন ফুলপুর এর ১জন,নান্দাইলের ১জন মোট ৭জনকে নগদ অর্থ তুলে দেওয়াসহ কর্মসংস্থানের জন্য ৬ জনের আবেদন গ্রহণ ও আরো প্রায় ২০ জনের দুঃখ–কষ্টের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং একজন শহীদ পরিবারকে জমি দেওয়ার আশার আলো দেখান জেলা প্রশাসক মুফিদুল আলম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ ও আহত সেল
কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর মোহাম্মদ আয়াস জানান- জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো।তাদের যে কোন সমস্যায় আমরা পাশে দাড়াবো ইনশাআল্লাহ।
জেলা প্রশাসক মুফিদুল আলম আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর সন্তানরা আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। তাদের সাহসিকতা, আত্মত্যাগ ও অদম্য চেতনা আমাদের জাতি পুনর্গঠনের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, এই যোদ্ধাদের সাহসিকতা দিয়েই গড়ে উঠবে একটি নতুন, উদ্ভাসিত বাংলাদেশ।
তিনি বলেন, ময়মনসিংহ উন্নয়ন-অগ্রগতির যাত্রায় আমরা তরুণ সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করি। সম্মিলিত প্রচেষ্টাই গড়ে তুলবে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও প্রগতিশীল ময়মনসিংহ