একজন মো:রেজুয়ান আহমেদ বয়স ৫ বছর ও অপরজন হুসাইন বয়স ৪ বছর। সারাদিন সারারাত অনেক খোজাখুজি করা হয়। ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়। তাদের একজন প্রতিবেশী ১৩ জুলাই বাড়ির পাশের জঙ্গলে ময়লা পুকুরের উপর বাচ্চার জুতা দেখতে পেয়ে সেই জুতা এনে রেজুয়ানের মা,কে দেখালে তিনি জুতা দেখে চিনতে পারেন এটা তারই ছেলের জুতা। পরবর্তীতে সবাই দৌড়ে সেই পুকুরের কাছে গেলে দেখতে পান একজনের লাশ ভেসে আছে অন্যজনের লাশ পানির নিচ থেকে তুলে আনা হয়। দুই শিশুর বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
এই বর্ষার সময় আপনার সন্তানের খেয়াল রাখুন।