নিত্য পণ্যের দাম সহনীয় রাখার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সহ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে টানা কর্মসূচির আওতাই যশোরে সমাবেশ অনুষ্ঠিত হই।সমাবেশের প্রধান অথিতি ছিলেন জাতীয়তাবাদী দল বি এন পি এর মহাসচিব মির্জা ফখ্রুল ইসলাম আলমগির ।এছাড়া আরও অন্যান্য নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে মহাসচিব মির্জা ফখ্রুল ইসলাম আলমগির বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না ।তিনি বলেন এ দেশের মানুষ আগে স্থানীয় নির্বাচন মেনে নেবে না । তিনি অন্তঃবর্তি সরকার কে আহবান করেন অন্তঃবর্তি সরকার এর মধ্যে কারো যদি খায়েশ থাকে নির্বাচন করবার তাহলে পদতাগ করে দল গঠন করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাই আসেন।