গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ট সন্তান যুদ্ধাহত ও অসুস্থ, শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাকে ফুলের তোড়া দিয়ে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন। সেই সাথে তিনি তাঁদেরকে ডালাভর্তি বিভিন্ন ফল, খাদ্য সামগ্রী উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

 ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আহতও অসুস্থ ছয় জন বীর মুক্তিযোদ্ধার সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল ও ফলের উপহার দিয়ে এ শুভেচ্ছা জানানো হয় । উক্ত ৬ বীর মুক্তিযোদ্ধা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ পৌর এলাকার জঙ্গলমারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, রাখালবুরুজ ইউনিয়নের হরিনাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, তালুককানুপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন, শালমারা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গফুর ও গোবিন্দগঞ্জ পৌরসভার দূর্গাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন।

এসময় উক্ত বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য, চিকিৎসা ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেয়া হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন উক্ত ৬ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম আজাদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মো. সালজার রহমান, বীর মুক্তিযোদ্ধা  মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেনসহ তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন ।