গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে/খরিপ ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় বরাতী উচ্চ বিদ্যালয়ের ৩৫জন শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিনামূল্যে বিতরণ করেন, উপজেলা কৃষি অফিসার ধীবা রানী রায়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাজশ্রী লাহ, বরাতী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কবিরুল ইসলাম ও সদস্য তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম, এবং প্রধান শিক্ষক সেকেন্দার আলী, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল বসুনিয়া সহ ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্র /ছাত্রী উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা জানান, এই স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করছি আমারা ।