জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং রংপুর-১(সদর) আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা এবং রংপুর-১ আসনের সাবেক আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু কে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং রংপুর-১(সদর) আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা এবং রংপুর-১ আসনের সাবেক আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু কে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের গঙ্গাচড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলম বাবু বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় মামলাটি দায়ের করেন।গতকাল ১৯ (নভেম্বর) গঙ্গাচড়া মডেল থানার উপ পুলিশ পরিদর্শক ডেভিড হিমাদ্রি বর্মা বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয় জুলাই আগস্ট মাস জুড়ে দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গংগাচড়া উপজেলা বিএনপির অফিসে হামলা, লুটপাট, ভাঙচুর, ছিনতাই এর অভিযোগ সহ প্রাণনাশেরর হুমকি এবং মারধরের অভিযোগ আনা হয়। মামলার বাদি এজাহারে উল্লেখ করেন বিগত ১৫ বছর ধরে আসামিগণ ১৪ দলীয় জোটের প্রভাব খাটিয়ে এবং স্থানীয় সংসদ সদস্যে হওয়ার সুবাদে বিএনপির পার্টি অফিসে হামলা লুটপাট চালায় এবং মারধর করে তাদেরকে প্রাণ নাশের হুমকি প্রদান করে মামলায় মশিউর রহমান  রাঙ্গার ছেলে জিতু, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন অভি, গজ ঘন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, মর্ণেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, যুবলীগ নেতা  আতাউর  ও শাহজালাল সহ অজ্ঞাতনামা (২৫০-৩০০) জনকে আসামী করা হয়। বর্তমানে মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত আছেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে।