কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী মো:জাহিদ হাসান জানান -তাবলীগের যে চলমান সংকট চলেছে, তা দ্রুত সমাধান করতে জন্য আজকে আমাদের এ সংবাদ সম্মেলন ।আপনারা জানেন, তাবলীগ একটি অরাজনৈতিক সংগঠন। এখানে সব দলের মানুষ থাকে। তাবলীগে মানুষ যায় নিজেকে পরিবর্তন করার জন্য। মহান আল্লাহ তাবলীগ জামাতার অছিলায় হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিছু মহল নিজের ফায়দা নেয়ার জন্য তাবলীগ জামাতের ভেতর ভাঙ্গনের পায়তারা করতেছে। অথচ আগে তাদের কাকরাইল মসজিদ ও টঙ্গী মাঠে কখনো দেখা যায়নি। যাঁরা নিজামুদ্দিনের অনুসারী তাদের মসজিদ থেকে বের করে দিচ্ছে,তাদের বাড়িতে হামলা করতেছে।উগ্রতামী তাবলীগে কখনো চলে না।রাজনৈতিক বক্তব্য আর তাবলীগের বক্তব্য কখনো এক হতে পারে না। আমরা চাই এ অরাজনৈতিক সংগঠনকে যেন কেউ অস্থিতিশীল করতে না পারে, সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সমস্যা সমাধানে বৈষম্য বিরোধী সচেতন ছাত্র সমাজের দাবিসমুহঃ১/ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ।২/সমতা প্রতিষ্ঠা।৩/বিশ্ব ইজতেমার মর্যাদা রক্ষা।৪/মিথ্যা মামলা প্রত্যাহার।৫/উস্কানিমূলক বক্তব্য বন্ধ।৬/বিচার বিভাগীয় তদন্ত।৭/মুরুব্বীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ।৮/বিদেশী মেহমানদের অংশগ্রহণ বৃদ্ধি।৯/জাতীয় ঐক্য।১০/সরকারী উদ্যোগ।