রাজধানীর অভিজাত এলাকায় ডিজে পার্টি ও সোসাইটিতে সরবরাহকৃত পার্টি ড্রাগের সিন্ডিকেট ভেঙে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বিশেষ অভিযানে এ সিন্ডিকেটের মূলহোতাসহ একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে রেকর্ড পরিমাণ এমডিএমএ ট্যাবলেট, কুশ, গাঁজা ও কিটামিন।


ডিএনসি সূত্রে জানা গেছে, অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের নির্দেশনায় ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ ও মো. মেহেদী হাসানের তত্ত্বাবধানে মোহাম্মদপুর, সেগুনবাগিচা ও পল্টন এলাকায় অভিযান চালানো হয়। এতে যুক্তরাজ্য থেকে ডাকযোগে আনা ৩১৭ পিস এমডিএমএ ট্যাবলেট (বাণিজ্যিক নাম এক্সটাসি/মলি/হ্যাপি), ১ কেজি ৬৭৬ গ্রাম কুশ, ২৫০ গ্রাম গাঁজা ও ৫০ মিলি কিটামিনসহ নগদ ৭ লাখ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া ৬টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা সার্কেলের এনফোর্সমেন্ট টিম ডাক বিভাগের বৈদেশিক শাখা থেকে চকলেট কার্টনের ভেতরে লুকানো এমডিএমএ চালান উদ্ধার করে। তথ্য প্রযুক্তির সহায়তায় প্রাপক মো. জুবায়েরকে ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জুবায়ের জানান, তার পরিচিত অরণ্য বিদেশ থেকে পাঠানো এই চালান অপূর্ব রায়ের নাম ব্যবহার করে পাঠিয়েছে।

পরবর্তীতে অপূর্ব রায়, জি এম প্রথিত সামস, আসিফ মাহবুব চৌধুরী ও সৈয়দ শাইয়ান আহমেদকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেও এমডিএমএ, কুশ, গাঁজা ও নগদ টাকা উদ্ধার হয়েছে।

ডিএনসি জানায়, গ্রেফতাররা উচ্চবিত্ত শ্রেণির প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়ামের শিক্ষিত তরুণ যারা WhatsApp, Telegramসহ এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে পার্টি ড্রাগ ব্যবসা চালিয়ে আসছিল।

এমডিএমএ-এর ভয়াবহ প্রভাব

Ecstasy/MDMA একই সঙ্গে উত্তেজক ও ভ্রমসৃষ্টিকারী ড্রাগ। এটি সাময়িক আনন্দ দিলেও হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ডিহাইড্রেশন, লিভার-কিডনি বিকল, মানসিক সমস্যা ও মৃত্যুঝুঁকি তৈরি করে। দীর্ঘমেয়াদে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে।

ডিএনসি বলেছে, আন্তর্জাতিক মাদক চক্র কুরিয়ার ও ডাকযোগে দেশে মাদক ঢোকানোর নতুন কৌশল নিচ্ছে। তাই সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।