রাজধানী ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং থেকে দিয়াবাড়ি মেট্রো রেলস্টেশন পর্যন্ত বেপরোয়া গতিতে চলছে অবৈধ ফিটনেসবিহীন লেগুনা পরিবহন।

এসব গাড়িতে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা শিশুদের দিয়ে করানো হচ্ছে টাকা আদায়, হেলপারি সহ বিভিন্ন ধরনের ডিউটি। 
সরজমিনের পর্যবেক্ষণ করে জানা যায়, রাজধানীর উত্তরা থেকে মেট্রো রেল স্টেশন পর্যন্ত দীর্ঘদিন ধরেই চলছে এই অবৈধ বেপরোয়া গতির লেগুনা পরিবহন। এই সমস্ত লেগুনা পরিবহনের ড্রাইভার অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে থাকেন। 
বাংলাদেশের শিশুশ্রম আইন অনুযায়ী ১থেকে ১৪ বছর বয়সের বাচ্চাদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশে শিশুশ্রমের বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং শিশু আইন, ২০১৩ বিদ্যমান, যা ১৪ বছরের কম বয়সীদের সব ধরনের কাজ নিষিদ্ধ করে। ১৪-১৮ বছর বয়সীদের জন্য হালকা কাজ অনুমোদিত হলেও কর্মঘণ্টা সীমিত এবং ঝুঁকিপূর্ণ কাজ নিষিদ্ধ। এ সকল লেগুনার ড্রাইভার ও কর্তৃপক্ষরা আইনের নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই অবৈধভাবে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের দিয়ে করাচ্ছে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ ডিউটি। এ সকল পরিবহনের যাত্রীদের সাথে কথা বলে জানা যায়  উত্তরার হাউজ বিল্ডিং,  জমজম মোড়, খালপাড়, ও মেট্রো রেল স্টেশন পর্যন্ত বিভিন্ন জায়গায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে মাঝে মধ্যেই বিভিন্ন দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। বাংলাদেশের শিশু শ্রম আইন অনুযায়ী অবৈধভাবে 
বাচ্চা শিশুদের দিয়ে এসকল কার্যক্রম বন্ধ ও অবৈধ বেপরোয়াগতির লেগুনা বন্ধের জোর দাবি জানান যাত্রীরা।