আজ (২১শে জুলাই, ২০২৫) দুপুরে ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বেলা ১টা ১৮ মিনিটের দিকে মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের কাছে বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং আরও দুটি ইউনিট প্রস্তুত আছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানের পাইলটদের অবস্থাও এখনো জানা যায়নি।

বিমান বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যাওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা গেছে, মাইলস্টোন কলেজের মাঠে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি কলেজের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়েছিল।
এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে।