যাত্রীরা বলেন, সকাল ৬ টায় রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। সকাল ১১ টায় রাজবাড়ী স্টেশনে পৌছানোর পর থেকে ট্রেনটি স্টেশনে দাড়িয়ে আছে। সারাদিন আমরা কোন খোঁজ পাচ্ছি না। কখন ট্রেন ছেড়ে যাবে। অনেকেই ট্রেন ছেড়ে বাসে চলে গেছেন। আমরা আসলে চিনি না, এ কারণে সারাদিন স্টেশনেই পার করতে হচ্ছে। কখন যেতে পারবো জানি না। এভাবে ট্রেন লাইন অবরোধ করা ঠিক হয়নি।
রাজবাড়ী রেল স্টেশনের সহকারী স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, ভাঙ্গায় সংসদীয় আসন সীমানা নিয়ে বিরোধে রেল লাইন অবরোধ করেছে। সকালে নকশিকাথা ট্রেনটি ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে গেলেও পৌছাতে পারেনি। ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা স্টেশনে রয়েছে। রাজবাড়ী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০.৫৫ মিনিটে রাজবাড়ী স্টেশনে আসে। বিকেল ৫.৫০ মিনিটে মধুমতি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।