কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ মঙ্গলবার (২৬আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার উমর মজিদ ইউনিয়নের নওদাবাস


উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জুয়া খেলা অবস্থায় তাস, নগদ টাকা ও অন্যান্য আলামত সহ আবুল কালাম (৫০) হারুন অর রশিদ (৪৫), মিজানুর রহমান (৪৫), জয়নাল আবেদীন (৫০), চাম্পা মিয়া (৪৫) ও আজিজুল ইসলাম (৪০) নামে ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় রাজারহাট থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) সকালে পুলিশ গ্রফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করা হবে বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন নিশ্চিত করেন। সেই সাথে জুয়া ও মাদকমুক্ত রাজারহাট রাখতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।