নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলা ও মানব পাচার মামলার আসামীসহ মোট ৮জনকে গ্রেফতার করেছে। সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় এক মাদক ব্যবসায়ীর নিকট থেকে আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার কাচারী বেলঘড়িয়া গ্রামের সাহেব আলীর ছেলে বাদল মন্ডলকে আড়াইশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক বাদলের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়া মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার ভান্ডারা গ্রামের মোজাহার আলীর ছেলে শহিদুল ইসলাম ও শহিদুল ইসলামের ছেলে সোয়াইব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ওই রাতেই অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী পশ্চিম বালুভরা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রায়হান এবং আতাইকুলা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাগর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী পশ্চিম বালুভরা গ্রামের আব্দুর রহমানের ছেলে মোজাম্মেল সরদার,কাশিমপুর গ্রামের সুরত আলীর ছেলে আব্দুস সাত্তার সরদার এবং ভবানীপুর গ্রামের কালাম সরদারের ছেলে সেলিম সরদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।